সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মৃত নারী করোনা আক্রান্ত ছিলেন না, তিনি চিকিৎসার অভাবে মারা গেছেন!
তিনি বলেন, আইইডিসিআরের লোকজন সিলেটে আসার আগেই রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে। অবশ্য মারা যাওয়ার পর ওইদিন দুপুরে মৃত নারীর মুখ থেকে লালা ও নাকের তরল উপাদান সংরক্ষণ করেন আইইডিসিআর থেকে আসা লোকজন।
ঠিক একই কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, যার রিপোর্ট এসেছে, তিনি আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন। তাকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর প্রবাস ফেরত মারা যাওয়া নারীর দেহে করোনা ভাইরাস ছিল কিনা, তা জানার অপেক্ষায় আছেন তারা। না জেনে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়।
চিকিৎসকরা জানান, সুস্থ হয়ে বাড়ি ফেরা নারী গত ১৬ মার্চ মধ্যরাতে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আর মারা গেছেন যে নারী, তাকে ভর্তি করা হয়েছিল গত শুক্রবার (২০ মার্চ)।
বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এনইউ/এএটি