ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে যুক্তরাজ্যফেরত মৃত নারীর প্রতিবেদন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
সিলেটে যুক্তরাজ্যফেরত মৃত নারীর প্রতিবেদন মঙ্গলবার সিলেট

সিলেট: সিলেটে আইসোলেশনে যুক্তরাজ্যফেরত মৃত নারী করোনা আক্রান্ত ছিলেন কিনা, জানা যাবে মঙ্গলবার (২৪ মার্চ)। ওইদিন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে প্রতিবেদন পাঠানোর কথা রয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মৃত নারী করোনা আক্রান্ত ছিলেন না, তিনি চিকিৎসার অভাবে মারা গেছেন!

তিনি বলেন, আইইডিসিআরের লোকজন সিলেটে আসার আগেই রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে। অবশ্য মারা যাওয়ার পর ওইদিন দুপুরে মৃত নারীর মুখ থেকে লালা ও নাকের তরল উপাদান সংরক্ষণ করেন আইইডিসিআর থেকে আসা লোকজন।

ওই পরীক্ষার ফলাফল মঙ্গলবার জানতে পারবো। আর করোনা নয় যে রিপোর্ট এসেছে, তিনি আরেকজন নারী। মারা যাওয়া নারী নয়।   

ঠিক একই কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, যার রিপোর্ট এসেছে, তিনি আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন। তাকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর প্রবাস ফেরত মারা যাওয়া নারীর দেহে করোনা ভাইরাস ছিল কিনা, তা জানার অপেক্ষায় আছেন তারা। না জেনে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়।

চিকিৎসকরা জানান, সুস্থ হয়ে বাড়ি ফেরা নারী গত ১৬ মার্চ মধ্যরাতে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আর মারা গেছেন যে নারী, তাকে ভর্তি করা হয়েছিল গত শুক্রবার (২০ মার্চ)।

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।