ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে আন্তঃনগর ছাড়া সব ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
লালমনিরহাটে আন্তঃনগর ছাড়া সব ট্রেন চলাচল বন্ধ

লালমনিরহাট: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে আন্তঃনগর ট্রেন ছাড়া সব ট্রেন চলাচল বন্ধ করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিএস) আবু তাহের এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এর আগে সোমবার (২৩ মার্চ) দিনগত রাত ১২টা থেকে লোকাল, মেইল, কমিউটার এবং ডেমু ট্রেনগুলো চলাচল বন্ধ করা হয়েছে।

 

এটিএস আবু তাহের বাংলানিউজকে বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণরোধে এবং যাত্রীসহ ট্রেনের স্টাফদের নিরাপত্তার স্বার্থে লালমনিরহাট বিভাগের সব ধরনের লোকাল, মেইল, কমিউটার এবং ডেমু ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। যা সোমবার দিনগত রাত থেকে কার্যকর করা হয়েছে। আপাতত শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।