মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বিআইডব্লিউটিসির হেড অফিসের নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান।
আরও পড়ুন>>> সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
তিনি জানান, ঘাট এলাকায় গণজমায়েত যাতে না হয়, সে জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় মঙ্গলবার বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসআরএস