ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চীন থেকে বিশেষ প্লেনে কিট-পিপিই আসছে ২৬ মার্চ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
চীন থেকে বিশেষ প্লেনে কিট-পিপিই আসছে ২৬ মার্চ

ঢাকা: করোনা ভাইরাস শনাক্তে চীন থেকে কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার আগামী ২৬ মার্চ দেশে এসে পৌঁছাবে। 

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার চীন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

চীন দূতাবাস জানায়, চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিক্যাল সরঞ্জাম।

এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই, এবং এক হাজার থার্মোমিটার। আগামী ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ প্লেনে এ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছাবে।

চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে এসব সামগ্রী আসছে। । এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।