মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। হানিফ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার বাহেরচর গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।
হানিফের স্ত্রী মাসুমা আক্তার জানান, হানিফ পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। গত চার থেকে পাঁচ বছর ধরে তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে চলতি মাসের ২০ তারিখে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নবম তলার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন।
তিনি জানান, গত রাত সাড়ে ১১টার দিকে তারা দু’জন হাসপাতালের বেডে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে হানিফকে বেডে দেখতে না পেয়ে হাসপাতালের বাথরুমের দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করেন। পরে হাসপাতালের স্টাফ ও নার্সরা এগিয়ে এসে বাথরুমের দরজা খুলে শাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী বিপ্লব সরকার বাংলানিউজকে জানান, বিভিন্ন সমস্যা নিয়ে হানিফ বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধারণা করা হচ্ছে পেটের ব্যথা সহ্য করতে না পেরে ভোরে তিনি বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এজেডএস/আরআইএস/