ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
মঙ্গলবার মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল বন্ধ 

ঢাকা: সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ বন্ধের পর এবার আকাশপথেও বিচ্ছিন্ন হচ্ছে দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল বন্ধ হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক  বাংলানিউজকে বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

 

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।