ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

সিরাজগঞ্জ: ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।  
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে পণ্যবাহী ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।  

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে যাচ্ছিল পণ্যবাহী ট্রেনটি। সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের লুপ লাইনসহ তিনটি লাইন লক হয়ে পড়ায় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।  

খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর বগি দুটি উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।