মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বরিশাল-ঢাকা রুটের এমভি কুয়াকাটা লঞ্চের ম্যানেজার নাসির হাওলাদার জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো কেবিনের অগ্রিম বুকিং বাতিল করেছে এবং বরিশাল নদী বন্দর থেকে লঞ্চগুলো কীর্তনখোলা নদীর অপর প্রান্তসহ নিজস্ব ডকে নিয়ে রাখা হচ্ছে।
এ ঘটনায় বিপাকে পড়লেও করোনা থেকে রক্ষায় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
এদিকে লঞ্চ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখবেন তারা।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএস/এবি