ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

করোনা সংক্রমণ এড়াতে বরিশালে বন্ধ লঞ্চ চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা সংক্রমণ এড়াতে বরিশালে বন্ধ লঞ্চ চলাচল ডক থেকে সরিয়ে রাখা হচ্ছে লঞ্চ। ছবি: বাংলানিউজ

বরিশাল: ক‌রোনা ভাইরাসের সংক্রামন এড়া‌তে সারা‌দে‌শে সব রু‌টে যাত্রীবা‌হী ল‌ঞ্চের চলাচল বন্ধ ঘোষনা ক‌রে‌ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইড‌ব্লিউ‌টিএ)।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দিকে ব‌রিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এছাড়া ব‌রিশাল-ঢাকা রু‌টের এম‌ভি কুয়াকাটা ল‌ঞ্চের ম্যা‌নেজার না‌সির হাওলাদার জানান, ব‌রিশাল থে‌কে ঢাকাগামী লঞ্চগু‌লো কেবিনের অ‌গ্রিম বু‌কিং বা‌তিল ক‌রেছে এবং ব‌রিশাল নদী বন্দর থে‌কে লঞ্চগু‌লো কীর্তন‌খোলা নদীর অপর প্রা‌ন্তসহ নিজস্ব ডকে নি‌য়ে রাখা হ‌চ্ছে।

এ ঘটনায় বিপা‌কে পড়লেও করোনা থেকে রক্ষায় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

এ‌দি‌কে লঞ্চ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছেন, পরব‌র্তী নি‌র্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখ‌বেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।