মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিএস ফরেন ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/ওএইচ/