ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদউল্লাহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদউল্লাহ

ঢাকা: নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে রিয়াজ হামিদুল্লাহকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এখন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিসিএস ফরেন ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।