ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রুহিয়া-কিসমত রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় জাহেদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রুহিয়া ঘনিমহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহেদা একই এলাকার মৃত পশির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে রেল লাইনের ধারে কাপড় শুকাতে যান জাহেদা। এসময় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮-ডাউন) ট্রেনটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।