ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকবাজারে চলন্ত বাস থেকে পরে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
চকবাজারে চলন্ত বাস থেকে পরে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর চকবাজার কামালবাগ এলাকায় চলন্ত বাস থেকে পরে শাকিল (১৩) নামে এক কিশোর মারা গেছে।

বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে।

পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোট)  জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের বাবা আকবর হোসেন বাংলানিউজকে জানান, শাকিল গাবতলি বাবু বাজার থেকে ব্রাদার্স পরিবহনে হেলপারের কাজ করতো। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচরে ছাতা মসজিদ এলাকায় ভাড়া থাকতো।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকালে চকবাজার কামালবাগ মোড়ে চলন্ত বাস থেকে পরে যায় শাকিল। পরে ওই বাসটি তাকে চাপা দেয়। এই ঘটনায় বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।