ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানি উন্নয়ন বোর্ডের নতুন ডিজি মহম্মদ আলী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
পানি উন্নয়ন বোর্ডের নতুন ডিজি মহম্মদ আলী

ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ আলী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ নিয়োগ দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা এ এম আমিনুল বৃহস্পতিবার অবসরে গেছেন।

মহম্মদ আলী মহাপরিচালক এ এম আমিনুল হকের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে মহম্মদ আলী প্রেষণে যৌথ নদী কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার প্রেষণাদেশ প্রত্যাহার করে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।