ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
পুরান ঢাকায় র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

ঢাকা: বাজার মূল্য স্থিতিশীল রাখা ও শিশু খাদ্যে ভেজালরোধে রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ টিএনটি অফিস এলাকায় অভিযান পরিচালনা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টায় অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও র‍্যাব-৩ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বাংলানিউজকে বলেন, শিশুদের চকলেটসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্যে ক্ষতিকর রং, হাইড্রোজ, মোম দিয়ে খাদ্য তৈরি করা হচ্ছে। এ ধরনের উপাদানের তৈরি খাদ্য শিশুদের পেটে গেলে কিডনি, লিভার ড্যামেজ হয়ে যাবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।