ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গায়ে ধাক্কা লাগা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
গায়ে ধাক্কা লাগা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন! প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে  দুইদল কিশোরের বিরোধে আলমগীর মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। সে বাহুবল উপজেলার আহমদপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে।


 
বুধবার (১৩ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি রাতে বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামে একটি ওরশ ছিল। সেখানে এক কিশোরের গায়ে অপর এক কিশোরের ধাক্কা লাগে। এ নিয়ে মণ্ডলকাপন গ্রামের দুইদল কিশোরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।  
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে মণ্ডলকাপন গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলাকালে ওই দুই গ্রুপের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। সেখান থেকে ফেরার পথে ডাকবাংলো এলাকায় মহাসড়কের পাশে দুইপক্ষের মারামারি শুরু হলে আলমগীরের গায়ে ছুরির আঘাত লাগে।  

সেসময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, কিশোরদের দুইদলই স্কুলছাত্র। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করেছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে হত্যা মামলাও প্রক্রিয়াধীন।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।