ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
সুনামগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের ডাবর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শান্ত রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দু’জন।


 
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত দিরাই উপজেলার ছন্নাড়চর ইউনিয়নের ছন্নাড়চর গ্রামের পান্ডব রায়ের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে শান্তসহ তিন বন্ধু সিলেট থেকে ছন্নাড়চরে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা সংলগ্ন ডাবর এলাকার মাহদি অটো রাইস মিলের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত। এসময় গুরুতর আহত হন তার দুই বন্ধু। এ অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।