ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিকিকিনি কম বাসন্তী পোশাকের

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
বিকিকিনি কম বাসন্তী পোশাকের

ঢাকা: গাছে গাছে উঁকি দিচ্ছে নতুন পাতা আর রঙিন ফুল। বিদায় নিচ্ছে শীত।

কোকিলের মিষ্টি সুরে বসন্তের আগমনী বার্তা ফুটে উঠেছে প্রকৃতিতে। ঋতুরাজকে স্বাগত জানাতে রূপসী বাংলায় এখন বর্ণিল সাজ। সেই সাজকে সাদরে গ্রহণ করতে প্রতিবছর বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি আর হলুদ ফুলে ছেয়ে যায় চারদিক। তবে এবার পরিস্থিত ঠিক উল্টো।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা যায়, আয়োজনের কমতি নেই বিপণি বিতানগুলোতে। ফাল্গুনী সাজে সেজে উঠেছে স্বনামধন্য ফ্যাশন হাউজগুলো। অথচ ক্রেতা নেই একেবারেই।

পহেলা ফাল্গুন উপলক্ষে আজিজ সুপার মার্কেটের দেশি ফ্যাশন হাউজের পণ্যে প্রতিবছরই লাগে ফাল্গুনের ছোঁয়া। বিকিকিনিও হয় প্রচুর। তবে এবার পণ্যে বসন্ত এলেও বসন্তের রঙ যেন এখনো লাগেনি সাধারণ মানুষের হৃদয়ে।

আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউজ শাল মহুয়া, বিসর্গ, নিউ ক্র্যাপ্ট, অন্য রকম, কাপড় ই বাংলা, অতঃপরসহ বিভিন্ন হাউজ ঘুরে দেখা গেছে, অধিকাংশ ফ্যাশন হাউজেই এসেছে ফাল্গুন আর একুশের পোশাক। এছাড়া ভালোবাসা দিবস পহেলা ফাল্গুনে হওয়ায় পোশাকে রয়েছে আলাদা মোটিফ।

রঙ হিসেবে গোল্ডেন, গেরুয়া, পেস্ট পিস, হালকা সবুজের সঙ্গে আরও সহকারী হিসেবে লেমন হলুদ, কমলা, টিয়া, ফিরোজা, পেস্ট, ম্যাজেন্টা ও লাল রংয়ে উজ্জ্বল হয়েছে প্রতিটি বসন্তের পোশাক। নকশা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মিডিয়ার ব্যবহারে। এরমধ্যে রয়েছে হ্যান্ড এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্টসহ রয়েছে চুমকির কাজ। বসন্তের নানা ফুলের মোটিফে উজ্জ্বল রংয়ের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ছাড়াও রয়েছে শিশুদের পোশাক।

এদিকে পোশাকে বসন্ত এলেও বিকিকিনি একেবারেই কম বলে জানিয়েছে ফ্যাশন হাউসগুলো। করোনার প্রভাবেই এমন পরিস্থিতি বলে দাবি তাদের।

এ বিষয়ে ফ্যাশন হাউজ নোঙ্গরের ম্যানেজার মো. সুমন বলেন, আমাদের ফাল্গুনের পোশাকের সম্ভার রয়েছে। কিন্তু বিক্রি একেবারই কম। অন্য বছর ফাল্গুনের আগের কয়েকটা দিন যথেষ্ট পরিমাণ বিক্রি হতো, কিন্তু এবারের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন।

কাপড় ই বাংলা'র মালিক মুরসালিন আহমেদ বিঠুন ও ওড়না হাউজের মালিক নওশীন তাবাসসুম মুন বলেন, এবার বসন্তের পোশাকের বিক্রি নেই বললেই চলে। প্রতিবছর বসন্ত উৎসবসহ প্রায় যেকোনো উৎসবে পোশাকের একটা বড় অংশ হয়ে থাকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আয়োজনও থাকে বিভিন্ন স্থানে। এবার একদিকে যেমন কোনো আয়োজন নেই, তেমনি স্কুল-কলেজ-ভার্সিটিও বন্ধ। ফলে উৎসবের আমেজ থাকলেও উদযাপনের আমেজ কম। তাই উৎসব উপলক্ষে বিক্রিও কম।

ভালোবাসা ও বসন্তের উৎসব ঘিরে বিক্রি কম থাকলেও ফ্যাশন হাউজগুলো নিজেদের সাজিয়েছেন সবটুকু দিয়ে। আর সেখান থেকেই বসন্ত ভালোবেসে শেষ শীতের শেষ দিনটিতেও কিছু বিকিকিনি হবে বলেই প্রত্যাশা তাদের।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।