ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আজিজ খান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হন অটোরিকশার আরো তিনজন যাত্রী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বুধল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজিজ খান জেলা শহরের ফুলবাড়িয়ার হিরু মিয়ার ছেলে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সার্ভিস বয় হিসেবে কাজ করতেন। আহতরা হলেন জেলা শহরের শেরপুরের মৃত খলিল মিয়ার ছেলে সবুজ (৩৫), আলী আকবরের ছেলে হাবু (৩০) ও ফুলবাড়িয়ার মৃত সোনার উদ্দিনের ছেলে দুধু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বুধল ইউনিয়নের বুধল গ্রামে একটি বিয়েবাড়ির সার্ভিস বয়ের কাজ করতে আজিজ ও হাবুসহ ১০ জন যান। অনুষ্ঠান শেষে রাতে বুধল গ্রাম থেকে ফেরার পথে ওই মহাসড়ক থেকে পাশের ফাঁড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল আজিজকে মৃত ঘোষণা করেন।  

খাঁটিহাতা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।