ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদ ড. মুহম্মদ শামসুজ্জোহা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
গণঅভ্যুত্থানে শহীদ ড. মুহম্মদ শামসুজ্জোহা দিবস পালিত জাসদ জাসদ কার্যালয়ে ড. জোহার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ড. মুহম্মদ শামসুজ্জোহা জোহার ৫২তম হত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনুয়ের জাসদ জাসদ কার্যালয়ে ড. জোহার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, নিলঞ্জনা রিফাত সুরভীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এছাড়া জাতীয় যুব জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক শাহজামাল পিন্টু, সদস্য তছিকুল ইসলামসহ যুব জোটের কেন্দ্রীয় নেতারা। জাতীয় শ্রমিক জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার খোরশেদসহ কেন্দ্রীয় নেতারা। জাতীয় কৃষক জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন। জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি আহসান হাবীব শামীম, সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ড. জোহার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাসদ নেতারা বলেন, শহীদ ড. জোহার বীরোচিত আত্মবলিদান বাঙালির হৃদয়ে স্বাধীনতা অর্জণের জন্য সংগ্রামের আগুন জ্বালিয়ে দিয়েছিল। শহীদ আসাদ, শহীদ মতিয়ূর, শহীদ সার্জেন্ট জহুর ও শহীদ ড. জোহার আত্মবলীদানের মধ্য দিয়ে বাঙালির হৃদয়ে যে সংগ্রামের আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই আইয়ুব শাহীর তখতে তাউস জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।

নেতারা আরও বলেন, শহীদ ড. জোহার চেতনাকে লালন করে বুদ্ধিজীবী সমাজ, ছাত্র সমাজ, দেশপ্রেমিক রাজনৈতিক নেতা-কর্মীদের আবারো মানুষের অধিকার ও মুক্তির প্রশ্নে এগিয়ে আসাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।