ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছাত্রীনিবাসে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বগুড়ায় ছাত্রীনিবাসে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা ...

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় জলি খাতুন (২১) নামে স্নাতক (সম্মান) ২য় বর্ষের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামাড়গাড়ি মুগ্ধ ছাত্রীনিবাস থেকে জলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলায়। জলি সরকারি আজিজুল হক কলেজে গণিত বিষয়ে পড়াশোনা করতেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি প্রেমঘটিত বিষয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জলির পরিবার পলিটেকনিকে পড়ুয়া এক ছেলের বিরুদ্ধে মামলা করবে জানিয়েছেন। তারা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।