ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিমন আকন্দ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় ভুঞাপুর পৌরসভার পলিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রিমন ভুঞাপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাছেদ আকন্দের ছেলে। সে টাঙ্গাইলের হ‌্যাবিট কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিল।  

স্থানীয়রা জানায়, সন্ধ‌্যার দিকে মোটরসাইকেলে করে ভুঞাপুরের দিকে আসছিল রিমন। পথে পলিশা এলাকায় এলে বিপরীতগামী একটা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে ভুঞাপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের ফুফাতো ভাই রেজাইল করিম উজ্জ্বল বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় রিমনকে প্রথমে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।