ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লামায় বন্যহাতির আক্রমণে প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
লামায় বন্যহাতির আক্রমণে প্রতিবন্ধী তরুণীর মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে বোবি আক্তার (২৬) নামে এক বাক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ায় এ ঘটনা ঘটে।

বোবি আক্তার আমতলী মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ সোলায়মানের মেয়ে ও শারীরিক ও বাক প্রতিবন্ধী।  

আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার হারেছ মিয়া হাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের বেলায় এক পাল বন্যহাতি সোলায়মানের বাড়িতে হানা দেয়। এসময় সবাই ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলে বোবি আক্তার হাতির সামনে পড়ে যায় এবং আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বন্যহাতির পাল ৫টি বসতবাড়ি ভেঙে ফেলে।  

এদিকে বন্যহাতির আক্রমণে নিহতের বিষয়ে দুঃখ প্রকাশ করে আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি বলেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।  

বান্দরবানের লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।