ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দোতলা ভবনে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
বরিশালে দোতলা ভবনে অগ্নিকাণ্ড

বরিশাল: বরিশাল নগরের বাকলার মোড় এলাকায় একটি দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের দোতলায় থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বাকলার মোড় সংলগ্ন নতুন  বাকলা এলাকার জুলফিকার আলী ফুট্টোর দোতলা ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটলে ফায়ারা সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।  

তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সঠিক ভাবে নিরুপন করা সম্ভব নয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।