ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলে মঞ্জু আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার  (২৩ ফেব্রুয়া‌রি) রাত ১১টার দিকে শহরের দিঘুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মঞ্জু আক্তার ওই এলাকার মৃত নুর হোসেন তুতুর মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শওকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।  

মীর মোশারফ হোসেন বলেন, সম্প্রতি শওকত আলী গোপনে মঞ্জু আক্তারকে বিয়ে করেন। পরে তারা দিঘুলিয়া এলাকায় বসবাস করতে থাকেন। এলাকার লোকজন তাদের বিয়ের বিষয়টি জানতো না।  
মঙ্গলবার রাতে তারা খাওয়া শেষে কথা বলার একপর্যায়ে মঞ্জু হঠাৎ  জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে স্থানীয়রা নিহতের স্বামী শওকত আলীকে আটক করে রাখে। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মইনুল হক লিটন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ এ মুহূতে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।