ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মৌলভীবাজারের দম্পতি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মৌলভীবাজারের দম্পতি

মৌলভীবাজার: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮)।  

সূত্র জানায়, নিহতরা মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বার্মিংহাম শহরের পাশে রেডিচ-এ ৪৪১ মহাসড়কে তিনটি কার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। আর পাপিয়ার স্বামী ব্যবসায়ী আবদুর রহমান মুয়িমকে গুরুতর আহতাবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুর রহমান মুয়িম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন দেশে বসবাসরত নিহত আবদুর রহমান মুয়িমের ভাতিজা ফয়সল মিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।