রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ের শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য যে কাজ করেছেন তা অতীতের কোনো সরকার করেনি।
সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের রূপনগর এলাকায় অবস্থিত রাঙামাটি বিএমএম ইনস্টিটিউট একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি দীপংকর আরও বলেন, পাহাড়ের একটি সাম্প্রদায়িক গোষ্ঠি শিক্ষার উন্নয়নে বারবার বাধা দিচ্ছে। অথচ তাদের সন্তানদের সরকারের এসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের জন্য পাঠায়। আমাদের সরকার সব জাতি স্বত্ত্বার জীবনমান উন্নয়নে কাজ করছে। পাহাড় থেকে যদি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা যায় তাহলে পাহাড়ের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদুন নবী খান, বর্তমান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিএম শিক্ষা প্রতিষ্ঠানটির প্রভাষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
আরএ