ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে পুলিশের মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
পল্লবীতে পুলিশের মাস্ক বিতরণ পল্লবীতে পুলিশের মাস্ক বিতরণ

ঢাকা: ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে।

সংক্রমণ ঠেকাতে আবারও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে পুলিশ। জনসাধারণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের বিশেষ কর্মসূচি চলছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে এ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবী থানা পুলিশ বিনামূল্যে দেড় হাজার মাস্ক বিতরণ করেছে।  

এদিন মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড, সাগুপ্তা মোড়, পূরবী সিনেমা হলের সামনে ও অরজিনাল ১০ নম্বর বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।

তিনি বাংলানিউজকে বলেন, আজ আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে দেড় হাজার মাস্ক বিতরণ করেছি। এছাড়াও জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। আইজিপি ও ডিএমপি কমিশনারের নির্দেশে মাস্ক বিতরণ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, আগামী ২১ মার্চ থেকে 'মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে পুলিশ।

তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএমআই/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।