ঢাকা: রাজধানীর মতিঝিলে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (২২ মার্চ) বিকেলে তারা চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহত দুইজন হলেন ফায়ারম্যান রাব্বী হাসান (২২) ও সাখাওয়াত হোসেন (২০)। তারা দুই জনই ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত।
তিনি জানান, মতিঝিলের বক চত্বরে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি) ভবনের সাততলায় আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাদের শরীরে কোথাও দগ্ধ হয়নি। সাখাওয়াতকে ঢাকা মেডিক্যালে আর রাব্বীকে এখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এজেডএস/এএটি