ঢাকা: শেখ মুজিব প্রদীপ্ত আলোর শিখা। আগামী প্রজন্ম এই প্রদীপের শিখার আলোয় এগিয়ে যাবে।
সোমবার (২২ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার ষষ্ঠদিনের আলোচনায় অংশ নিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন একথা বলেন।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে দশদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
সোমবার ষষ্ঠদিনের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘বাংলার মাটি আমার মাটি’। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের সভাপতিত্ব করছেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সেলিনা হোসেন বলেন, ‘বাংলার মাটি আমার মাটি’- এটি কোনো রাজনৈতিক স্লোগান ছিল না। এটি ছিল বঙ্গবন্ধুর জীবনের মৌলিক দর্শন। বাঙালিকে নিরন্তর ভালোবেসে তিনি জীবনকে সমৃদ্ধ করেছেন।
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বাংলার মাটি আমার মাটি’ শীর্ষক এ সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ডিএন/এএ