ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সকালে দুই শিশু, দুই নারীসহ সাত জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

এর আগে সোমবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

আরও পড়ুন>>

** রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৭
** উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।