টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার খুদিরামপুর বাইপাস এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফায়েজ উদ্দিন (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ফায়েজ উদ্দিন (৪০)।
নিহত ফায়েজ রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকার বাসিন্দা। আহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আশিকুর রহমান বাংলানিউজকে জানান, করটিয়া থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে খুদিরামপুর বাইপাস এলাকায় অটোরিকশাটি ওই মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভান ও অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার নিচ থেকে ফায়েজ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ সময় আহত আরও তিন জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসআরএস