ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
শহীদ মিনারে ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষীয়ান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১ টা ১০ মিনিটে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলে দুপুর ১২ টা পর্যন্ত।

সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বরেণ্য অভিনেতা আবুল হায়াতসহ নানা সংগঠন।

এছাড়া সর্বস্তরের মানুষের পাশাপাশি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিল সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন। ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, ডিরেক্টরস গিল্ড, বাংলা একাডেমি, নাট্যকার সংঘ, কবি, সাহিত্যিক থেকে মঞ্চ ও টিভি নাটকের শিল্পীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ড. ইনামুল হকের মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মাঠে। সেখানে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ড. ইনামুল হক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার বিচরণ কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। শিল্পীর পাশাপাশি মানুষ হিসেবেও তিনি অনন্য ব্যক্তিত্বের।

এর আগে সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে মৃত্যুবরণ করেন ড. ইনামুল হক। বড় ধরণের কোনো অসুস্থতা ছিল না তার। বাসায় চেয়ারে বসা অবস্থাতেই তিনি মারা গেছেন। তাৎক্ষণিক রাজধানীর ইসলামিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অনুরাগী রেখে গেছেন ড. ইনামুল হক। ৭৮ বয়সী এ নাট্যজন, শিক্ষাবিদ, নির্দশকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এইচএমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।