ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জামালপুরে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ

জামালপুর: জামালপুরে কলেজ যাবার পথে নিখোঁজ হয়েছে দুই কলেজ শিক্ষার্থী রাখি খাতুন ও সুলতানা আক্তার। চলতি মাসের ৬ তারিখ নিখোঁজ হয় তারা।

দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে থানায় জিডি করে তাদের পরিবার। ৭ দিন অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি নিখোঁজ দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে জামালপুর পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, একই দিনে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। খুব দ্রুত সময়ের মাঝে দুই শিক্ষার্থীকে উদ্ধারের আশা করছেন পুলিশ সুপার।

স্থানীয়রা জানায়, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের কন্যা সুলতানা আক্তার স্থানীয় দিগপাইত ছামছুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের শিক্ষার্থী। গত ৬ তারিখ সকালে কলেজে ক্লাস করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সুলতানা। একই সময় সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী টেকিপাড়া গ্রামের আক্তার আলীর কলেজ পড়ুয়া কন্যা রাফি খাতুন কলেজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাফি খাতুন স্থানীয় তুলশীপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের শিক্ষার্থী। পরে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার থানায় জিডি করেন।

রাফি খাতুন ও সুলতানা আক্তার ভিন্ন কলেজের শিক্ষার্থী হলেও দুইজনের ভাল বন্ধুত্ব ছিল। নিয়মিত যোগাযোগ হতো দুই বান্ধবীর মধ্যে। নিখোঁজ সন্তানদের সন্ধান পেতে এখান থেকে সেখানে ছুটে বেড়াচ্ছে দুই পরিবারের লোকজন।

নিখোঁজ সুলতানার বাবা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, তাদের মেয়ে পালিয়ে যাবার মত কোন কারন নেই। সে একা কখনও কোথাও যায়নি। নিখোজ সন্তানকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান তারা।

সুলতানের মা সুমি বেগম জানান, সুলতানা নিখোঁজ হবার পর তারা সব জায়গায় খুঁজেছেন। কিন্তু কোন সন্ধান পাননি।

এদিকে একই সময়ে পাশাপাশি এলাকার দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। তাদের উদ্ধারে পুলিশের আরও কার্যকর ভূমিকা চান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।