কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ব্রাহ্মণপাড়ার উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
এ সময় নাল্লা গ্রামের সাদিয়া স্টোরে তল্লাশী চালানো হলে দোকানের মেঝের পাটাতনের ভেতর থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ম্যাকডোয়েল নাম্বার-১ মদ, ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তল্লাশীকালে সাদিয়া স্টোরের স্বত্তাধিকারী ও এসব মাদক নিজের বলে স্বীকার করা জনাব মোর্শেদকে (৩৮) আটক করা হয়। আটক মোর্শেদের নামে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা প্রশাসনকে এই মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসআইএস