ঢাকা: রাজধানীর মতিঝিলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের ১২ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাস্তায় থাকা অবস্থায় ঘটনাস্থলের আগুন নিভে যায়।
বুধবার (১৩ অক্টোবর) ফায়ার সার্ভিস অধিদফতরের টেলিফোন অপারেটর আনিসুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। ইউনিট রাস্তায় থাকা অবস্থায় জানতে পারি আগুন নিভে গেছে।
মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল হোসেন বাংলানিউজকে বলেন, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারিনি এখনো।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এজেডএস/জেডএ