খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে আল আমিন নামে ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার মা-বাবাও।
বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বজ্রপাত হলে নিজ ঘরে আহত হয় শিশু আল আমিন, তার বাবা ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)। স্বজনরা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এডি/এনএসআর