নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পেছনের চাকা ফেটে উল্টে গেছে বর-কনেবাহী একটি প্রাইভেটকার। এতে নিহত হয়েছেন গাড়িতে থাকা কনের দাদি মোহসেনা বেগম (৬৫)।
বুধবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত মোহসেনা বেগম জেলার জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কেশবা গ্রামের বুদা মাহমুদের ছেলে আলিমুল হক (২৩) বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান। পাশের জলঢাকার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সোহরাব হোসেনের মেয়ে আফিয়া বেগমের (১৯) সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের নিয়ে বাড়ি ফিরছিল গাড়িটি।
গাড়িতে বর-কনে ছাড়াও কনের দাদি মোহসেনা বেগম (৬৫) এবং নানি জোবেদা বেগম (৬৭) ছিলেন। পথে প্রাইভেটকারের পেছনে ডান দিকের চাকাটি ফেটে গেলে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। এ সময় অন্য গাড়িতে থাকা বরযাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কনের দাদির মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির চালক নাঈম (২৫) পালিয়ে গেছেন। তবে কোনো অভিযোগ না থাকায় ওই বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এনএসআর