ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে: যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে: যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পতাকা

ঢাকা: পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকে লক্ষ্য-নির্দিষ্ট সহিংসতা পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে। কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারেন- তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বৈচিত্র্য, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষায় বিশ্বাসী বাংলাদেশিদের পাশে আছে যুক্তরাষ্ট্র।  

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।