ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাসা থেকে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামের পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজর আলী জানান, টিলাবাড়ি এলাকায় টেন্ডলের ৭ তলা বাড়ির তৃতী তলায় সাবলেট থাকতেন জিন্নাহ। তার পরিবার গ্রামে থাকে। মঙ্গলবার রাত ৮টায় ডিউটি শেষে থানায় একটি প্রীতিভোজ অনুষ্ঠানে খাবার খান তিনি। এরপর রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন।
তিনি আরও জানান, বুধবার দুপুর গড়িয়ে গেলেও তার রুমের দরজা বন্ধ ছিল। তাই পাশের ভাড়াটিয়া এক পুলিশ কর্মকর্তা তাকে ডাকাডাকি করেন। তাতেও কোনো সাড়া না পেয়ে পরে থানায় খবর দেন। এরপর ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে ভিতরে দেখা যায়, বিছানায় অচেতন হয়ে পড়ে আছেন জিন্নাহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসরা বিকেল ৫টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এসআই মো. ফজর আলী বলেন, ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে মোহাম্মদ আলী জিন্নাহ মারা গেছেন।
সহকর্মীরা জানান, ৮-৯ মাস ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন জিন্নাহ। তার বাড়ি ঝিনাইদাহ শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামে। বাবার নাম ফজলুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এজেডএস/জেএইচটি