ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ইয়ামিন (৫) ও জান্নাতি আক্তার (৪) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল ওই এলাকার সিরাজ খানের ছেলে ইয়ামিন ও ইসমাইল খানের মেয়ে জান্নাতি আক্তার। তারা একে অপরের চাচতো জেঠাতো ভাই-বোন।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১টার দিকে দুই শিশু খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তারা বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই দুই শিশুকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সন্ধ্যার পরে নামাজে জানাযা শেষে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে বাংলানিউজকে জানান শিশু ইয়ামিনের পিতা সিরাজ খান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।