হবিগঞ্জ: আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৪টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি ইউনিয়নে ফলাফল ঘোষণা হয়নি এক কেন্দ্রের সকল ব্যালট আগুনে পুড়িয়ে দেয়ার কারণে।
নির্বাচনে এক নম্বর সদর, দুই নম্বর বদলপুর ও চার নম্বর কাকাইলছেও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। পাঁচ নম্বর শিবপাশা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এক নম্বর সদর ইউনিয়নে নৌকা প্রতীকে ২ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোবারুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বাধীন মিয়া ঘোড়া প্রতীকে ১ হাজার ৯২০ ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মিয়া পেয়েছেন ১ হাজার ৭৫১ ভোট।
দুই নম্বর বদলপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ৭ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী নীল কমল চৌধুরী আনারস প্রতীকে ৩ হাজার ৮৬৯ ও মোটরসাইকেল প্রতীকে অসীম কুমার চৌধুরী পান ৪৪২ ভোট।
চার নম্বর কাকাইলছেও ইউনিয়নে নৌকা প্রতীকে ৯ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজবাহ উদ্দিন ভূঁইয়া। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৩ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি