ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচন পরবর্তী হামলা, আ.লীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
নির্বাচন পরবর্তী হামলা, আ.লীগ নেতা গ্রেফতার গ্রেফতার আ.লীগ নেতা আরিফুজ্জামান লিটন

খুলনা: খুলনার রূপসা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় একই পরিবারের দুই নারী সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আইচগাতি ইউনিয়নে হামলা, মারপিট ও ভাঙচুরের এ ঘটনা ঘটেছে। আহত দুই নারী হলেন জুঁই ও ঝর্ণা। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত জুঁইয়ের স্বামী স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলের পশ্চিম রূপসা প্রতিনিধি রোকনুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় দুপুরে মামলার ১ নং আসামি আইচগাতী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজহারে রোকনুজ্জামান উল্লেখ করেন, শুক্রবার ১০টার দিকে স্থানীয় আইচগাতি ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুলের ভাই মো. আরিফুজ্জামান লিটন, জয়নাব বেগম, হালি বেগম, টগর বেগম, হাসান উদ্দিন শেখ, রাশেদ শেখসহ ১৫/১৬ জনের একটি দল তার বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়িতে কোনো পুরুষ না থাকায় তার স্ত্রী জেসমিন আক্তার জুঁই ও ভাবী ঝর্ণা বেগমকে বেদম মারপিট করে। তারা ঘর থেকে সোনার গয়নাসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

রোকনুজ্জামান বলেন, চেয়ারম্যানের ভাই লিটন তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রায়ই আমাদের বাড়িতে মাদকদ্রব্য বিক্রি করতে আসে। এ নিয়ে একাধিকবার তাদের নিষেধ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটের পরে আরিফেরর ভাই বিজয়ী হলে পরদিন তারা সংঘবদ্ধভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। আমার স্ত্রী ও ভাবিকে মারধর করে। আমার স্ত্রীর শ্লীতাহানি ঘটায়।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ঘটনা শুনে এজাহার দাখিলের পর মামলা হয়েছে। দুপুরে আসামি আরিফুজ্জামান লিটনকেকে আইচগাতি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।