ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিয়া খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

তানিয়া ওই গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের মেয়ে। তিনি ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষার্থী।

তানিয়ার ভাই মো. রনি বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে বাড়ির মুরগির খামারে কাজ করছিলেন তানিয়া। এ সময় অসাবধানতা বশত খামারে ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।