ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবন বিহারে শেষ হলো কঠিন চীবর দানোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
রাজবন বিহারে শেষ হলো কঠিন চীবর দানোৎসব ...

রাঙামাটি: মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পার্বত্য চট্টগ্রামের হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ৪৮তম কঠিন চীবর দানোৎসব রাঙামাটি রাজবন বিহারে মাসব্যাপী চীবর দান উৎসব শেষ হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে রাজবন বিহারে বৌদ্ধ সমাবেশে প্রয়াত বনভন্তের শিষ্য রাজবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে চীবর উৎসর্গ করেন রাজবন বিহারের সভাপতি গৌতম দেওয়ান।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, চাকমা রাজ পরিবারের সদস্য চাঁদ রায়, পার্বত্য মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতির কারণে ২৪ ঘণ্টায় চীবর প্রস্তুতের নিয়ম থাকলেও এ বছরও তা সংক্ষিপ্ত করা হয়। এই পূর্ণানুষ্ঠানে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলার বৌদ্ধ পূর্ণার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।