ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের আরও নতুন বগি-ইঞ্জিন মোংলায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
মেট্রোরেলের আরও নতুন বগি-ইঞ্জিন মোংলায় ‘এম ভি ব্রাইটলি কোরাল’ নামে জাহাজ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: মোংলা বন্দরে পৌঁছেছে ঢাকা মেট্রোরেলের আরও চার বগি ও দুইটি ইঞ্জিন।  

শুক্রবার (১২ নভেম্বর) রাতে মেট্রোরেলের সরঞ্জামবাহী পানামা পতাকাবাহী ‘এম ভি ব্রাইটলি কোরাল’ নামে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

২৫ অক্টোবর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটিতে বগি-ইঞ্জিন ছাড়াও ৮০ প্যাকেজের ৪২৩ মেট্রিক টন সরঞ্জাম রয়েছে।  

শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে জেটিতে এসব পণ্য খালাস প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

‘এম ভি ব্রাইটলি কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে ৪টি বগি, দুটি ইঞ্জিনসহ বেশকিছু সরঞ্জাম রয়েছে। এ নিয়ে মোট ছয়টি জাহাজে করে মেট্রোরেলের মোট ৪৮টি বগি বাংলাদেশে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮টি বগি ও ইঞ্জিন আসবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বাংলোনিউজকে বলেন, বিগত সময়ের থেকে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। কয়েক ধফায় মেট্রোরেলের বগি, ইঞ্জিনসহ নানা সরঞ্জাম এই বন্দর দিয়ে এসেছে। এছাড়াও দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের মালামাল মোংলা বন্দরের মাধ্যমে দেশে প্রবেশ করছে। আশাকরি ভবিষ্যতে মোংলা বন্দরের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

এ নিয়ে ৬টি জাহাজে করে সর্বমোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রুপ নিয়েছে। গত ২৯ আগষ্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তবে পরীক্ষামূলক চলাচলও শুরু হয়।  

২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।