ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আনোয়ার শহীদের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আনোয়ার শহীদের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড ছুরিকাঘাতে নিহত আনোয়ার শহীদের -ফাইল ছবি

ঢাকা: রাজধানীর আদাবরে ছুরিকাঘাতে নিহত সাবেক সরকারি কর্মকর্তা আনোয়ার শহীদের (৭২) ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। তিনি গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা ছিলেন।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর শ্যামলী হলিল্যান্ড এলাকায় আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোরহওয়ার্দী  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, আমরা আপাতত জানতে পেরেছি এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে আরও কেউ ছিল কি না। এছাড়া কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।
নিহত আনোয়ার শহীদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। বর্তমানে মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকতেন।

নিহতের এক আত্মীয় জানান, আনোয়ার শহীদ অবিবাহিত ছিলেন। কল্যাণপুরে তার ছোট বোনের কাছে থাকতেন।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের একটি সূত্র জানিয়েছে, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। পরে ময়নাতদন্ত সম্পন্ন শেষে স্বজনদের কাছে শুক্রবার সন্ধ্যায়  মরদেহ হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।