খুলনা: শিক্ষক মানুষ গড়ার কারিগর। সমাজ বিনির্মাণ করেন তারা।
অবাধ্য সন্তান মামুনের বিরুদ্ধে শিক্ষক বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে ১১ লাখ টাকা নেওয়ার অভিযোগে থানায় মামলা করেছেন বৃদ্ধ বাবা। সারা জীবনের সঞ্চয় ও বয়োবৃদ্ধ বাবার অবসরকালীন ভাতার শেষ সম্বল ১১ লাখ টাকা নিয়েছেন মুরসালিন আল মামুন।
শুক্রবার (১২ নভেম্বর) রাতে মহানগরের টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম মহিউদ্দিন বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন। পরে মামলার একমাত্র আসামি ছেলে এসএম মুরসালিন আল মামুনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে বলেন, টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকের একমাত্র ছেলে বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা নিয়েছে। এখন সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টার করছে। যে কারণে অসহায় হয়ে বাবা থানায় এসে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন।
শিক্ষকের ছেলে মাদকাসক্ত কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ছেলে মাদকাসক্ত নয়। সন্তান যদি মানুষ না হয় ববার আর কিছুই করার থাকে না। এ শিক্ষকের তিনটি মেয়ে রয়েছে। শিক্ষকের মামলার ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে প্রবীণ এ শিক্ষক অনেকটা লোক লজ্জার ভয়ে কারও সঙ্গে কথা বলছেন না। যে কারণে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমআরএম/আরবি