ঢাকা: রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে পড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে পড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, প্রগতি সরণি সড়কে যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে রাইদা পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে যায় ১০ বছরের শিশুটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
পিএম/আরবি