ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গাবতলি সিটি কলোনীর নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে নিচে পড়ে রেজাউল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর আড়াইটার তাকে দিকে মৃত ঘোষণা করেন।

রেজাউল নীলফামারী জেলার ডোমার উপজেলার শালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে নির্মাণাধীণ ভবনেই থাকতো সে।

মৃতের  ভাই জাহিদুল ইসলাম জানান, রেজাউল রড মিস্ত্রীর কাজ করতো। ঘটনার সময় ১৫তলা নির্মাণাধীন ভবনের ৯ তলায় কাজ করছিল। সেখান থেকে নিচে পরে গুরুতর আহত হয় রেজাউল। পরে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে! ঘটনাটি দারুসসালাম থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।