ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
কিশোরগঞ্জে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক আটক শাহিন ওরফে শাকিল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাসহ (মিশুক) শাহিন ওরফে শাকিল (২২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটক শাহিন জেলা সদর উপজেলার কাটাখালী এলাকার মো. আ. সালামের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৬ অক্টোবর সাইফুল ইসলামের ব্যাটারিচালিত একটি অটোরিকশা গ্যারেজ থেকে চুরি হয়। এ ব্যাপারে র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন সাইফুল। এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে চোর চক্রের অবস্থান নিশ্চিত হয়ে গোপন তথ্যে ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে অটোরিকশাসহ চোর চক্রের সদস্য শাহিন ওরফে শাকিলকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন জানান- দু’তিনজন মিলে আব্দুল মান্নানের গ্যারেজের তালা ভেঙে ওই অটোরিকশাটি চুরি করেন তারা।  

এ ঘটনায় শাহিনের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া চোর চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।