ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
কালীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবলায়।

শনিবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার আইনশৃঙ্খলা, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারণে ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তার জায়গায় নতুন কর্মকর্তা পদায়ন করতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন সচিবালয়।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, অফিসিয়ালি এমন কোনো চিঠির খবর পাইনি। তবে নির্বাচন কমিশন নির্দেশনা দিলে তা কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।